দুবাই লটারি কিভাবে কিনব-লটারি কেনার নিয়ম
দুবাই লটারি কিভাবে কিনব এ নিয়ে অনেকেরই অনেক রকমের প্রশ্ন থাকে। দুবাই লটারি অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই কেনা যায়। অনলাইনে কিনতে গেলে বিগ টিকিট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সেখান থেকে কিনতে হয়।
লটারি কিনতে গেলে কিছু নিয়ম নীতি রয়েছে যা আপনাকে মানতে হবে। এজন্য অবশ্যই
আমাদের একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং বাড়িতে বসে লটারি পায়ের জন্য ডুয়েল
কারেন্সি কাজ থাকতে হবে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে দুবাই লটারি সম্পর্কে
বিস্তারিত আলোচনা করব।
সূচিপত্র ঃ দুবাই লটারি কিভাবে কিনব
- দুবাই লটারি কিভাবে কিনব
- দুবাই লটারি কেনার শর্তাবলী
- দুবাই লটারি কিভাবে খেলা হয়
- দুবাই লটারির মূল্য কত?
- বাংলাদেশ থেকে দুবাই লটারি কেনার উপায়
- দুবাই লটারি কিনতে কি কি লাগে
- দুবাই লটারির ফলাফল জানার নিয়ম
- লটারি খেলা ইসলামে হালাল নাকি হারাম
- লটারির প্রতারণা থেকে সতর্ক থাকা উপায়
- দুবাই লটারির পুরস্কার কিভাবে দেয়
- উপসংহার ঃ দুবাই লটারি কিভাবে কিনব
দুবাই লটারি কিভাবে কিনব
দুবাই লটারি কিভাবে কিনব এ নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন থেকে থাকে।
আজকের এই আর্টিকেলে আমি আপনাদের দুবাই লটারি কেনা থেকে শুরু করে দুবাই লটারির
দাম, লটারি কিনতে কি কি লাগে এবং দুবাই লটারি সম্পর্কে বিস্তারিত জানানোর
চেষ্টা করব। যা জানা আপনাদের অনেক বেশি প্রয়োজন। দুবাই লটারি কিনতে গেলে
আপনাকে কোন প্রতিযোগিতায় অংশ নিতে হবে না এবং কোন অভিজ্ঞতার প্রয়োজন
পড়বে না।
আরো পড়ুন ঃ
২৪০ টাকা ফ্রি বিকাশ পেমেন্ট
দুবাই লটারি কেনা অনেকেরই স্বপ্ন হয়ে থাকে। দুবাই লটারির মধ্যে বিগ টিকিট
এবং দুবাই ডিউটি ফ্রি মিলোনিয়াম সবচেয়ে বেশি জনপ্রিয়। এই টিকিটগুলো
অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ক্রয় করা যায়। লটারি কিনতে গেলে গুগলে Dubai
duty free ওয়েবসাইট এবং big ticket ওয়েবসাইট থেকে ক্রয় করা যায়।
এসব ওয়েবসাইটে প্রবেশ করে আপনার নাম, জিমেইল এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে
একাউন্ট তৈরি করে নিতে হবে। আপনি কি ধরনের লটারি ক্রয় করতে চান সে অনুযায়ী
পেমেন্ট করতে হবে। লটারি কেনা হয়ে গেলে আপনার টিকিটটি আপনার জিমেইলে পেয়ে
যাবেন।
দুবাই লটারি কেনার শর্তাবলী
দুবাই লটারি কেনার পূর্বে অবশ্যই আপনাকে লটারি সম্পর্কে এবং লটারি কেনার
যাবতীয় নিয়মাবলী সম্পর্কে জানতে হবে। আপনি যদি লটারি কেনার যাবতীয় শর্তাবলি
সম্পর্কে জেনে না থাকেন তাহলে হয়তো দেখা যাবে লটারি জেতার পরেও সেটি আপনি
গ্রহণ করতে পারছেন না। তাই লটারি কেনা পূর্বে অবশ্যই শর্তাবলী সম্পর্কে
বিস্তারিত জেনে নিবেন। আপনাদের সুবিধার্থে যাবতীয় শর্তাবলী গুলো নিচে দেওয়া
হল।
- আপনাকে টিকিট একবারে কিনতে হবে। মানে টিকিট কেনার পরে আপনি আর সেটি ফেরত দিতে পারবেন না।
- আপনার লটারি টিকিটের নাম শুধুমাত্র একজন ব্যক্তির ক্ষেত্রেই হবে। একটি লটারি একাধিক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
- লটারির পুরো টাকা আপনাকে পরিশোধ করতে হবে। আপনি যদি অর্ধেক টাকা দেওয়ার পরে বাকি অর্ধেক পরে দিতে চান তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না।
- লটারির ফলাফল ফাইনাল ফলাফল হিসেবে বিবেচিত হবে। এর জন্য আপনি পরবর্তীতে কোন আপিলই করতে পারবেন না।
- লটারিতে বিজয়ী ব্যক্তি কে পুরস্কার দেয়া হবে। বিজয়ী ব্যক্তির পরিবর্তে অন্য কাউকে সেই পুরস্কার দেওয়া হবে না।
দুবাই লটারি কিভাবে খেলা হয়
অনেকেই প্রশ্ন করে থাকেন কিভাবে দুবাই লটারি খেলতে হয়। তাদের উদ্দেশ্যে
বলছি দুবাই লটারি খেলা এমন কঠিন কোন বিষয় না। আপনি যদি লটারি কিনে থাকেন তাহলে
আপনাকে আর কিছুই করতে হবে না। আমাদের দেশে অনেক জায়গায় অনেক রকম ভাবে লটারি
খেলা হয়ে থাকে কিন্তু দুবাই লটারি খেলার নিয়ম আলাদা। লটারি কেনার পরে আপনাকে
তারা নির্দিষ্ট একটি দিন দিয়ে দেবে এবং সেই দিনই লটারির ড্র অনুষ্ঠিত হবে।
আপনি সেই তারিখ অনুযায়ী ফেসবুকে লাইভে বা তাদের ওয়েবসাইটের মাধ্যমে লটারি ড্র
দেখতে পারবেন। লটারি ড্র করার পরে বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং বিজয়ীর নাম
ঠিকানা তাদের জিমেইলে পাঠিয়ে দেওয়া হবে। টিকিট ক্রয় করার সময় আপনি যে
ইনফরমেশন গুলো দিয়েছেন সেই ইনফরমেশন অনুযায়ী আপনাকে শনাক্ত করে আপনার হাতে
পুরস্কার প্রদান করা হবে।
দুবাই লটারির মূল্য কত?
দুবাই লটারির মূল্য নিয়ে এক একজনের এক এক রকম মতামত রয়েছে। চলুন তাহলে দুবাই
লটারির মূল্য সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেই। সাধারণত এক মিলিয়ন
মার্কিন ডলার পুরস্কার জেতার জন্য দুবাই ডিউটি ফ্রি টিকিটের মূল্য হয়ে থাকে ১০০০
দিরহাম। আবার মোটরসাইকেল জেতার জন্য লটারি টিকিট কিনতে গেলে তার মূল্য হয়ে থাকে
সাধারণত 500 দিরহাম। দুবাইয়ের তিনটি লটারি বেশ জনপ্রিয়।
- Dubai duty free lottery- ১০০০ দিরহাম
- Big ticket abu Dhabi- ৫০০ দিরহাম
- Mahzooz lottery- ৩৫ দিরহাম
দুবাইয়ের এই তিনটি লটারি বেশ জনপ্রিয় হওয়ায় প্রতিনিয়ত বহু মানুষ এসব লটারি
কিনছে এবং পুরস্কার জিতেছে। আপনি চাইলে অনায়াসে এসব লটারি ক্রয় করতে পারেন।
বাংলাদেশ থেকে দুবাই লটারি কেনার উপায়
আপনি চাইলে বাংলাদেশে বসে থেকেও দুবাই লটারি কিনতে পারবেন। এজন্য আপনাকে অনলাইন
পদ্ধতি ব্যবহার করতে হবে। আপনি দুবাই লটারি কিনতে চাইলে অবশ্যই আপনার একটি
পাসপোর্ট থাকতে হবে। তাহলে আপনি ঘরে বসে নিজে নিজেই দুবাই টিকিট কিনতে পারবেন।
এজন্য প্রথমে আপনাকে " বিগ টিকিট" ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং সেখানে
একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
আরো পড়ুন ঃ ইসলামী ব্যাংক লিমিটেড লোন পদ্ধতি-২০২৫
একাউন্ট খোলার সময় অবশ্যই আপনাকে একটি সক্রিয় ইমেইল আইডি দিতে হবে। একাউন্ট
খোলা হয়ে গেলে আপনার কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করে নিতে হবে।
যেমন-আপনার নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার, জন্ম তারিখ এবং যোগাযোগের মাধ্যম এসব
খুব সুন্দর এবং সঠিকভাবে পূরণ করতে হবে। প্রোফাইল সম্পূর্ণ না করলে অনেক
সময় দেখা যাবে আপনি লটারি জেতার পরেও টাকা গ্রহণ করতে পারছেন না। তাই খুব
সতর্কতার সাথে সবকিছু পূরণ করবেন।
দুবাই লটারি কিনতে কি কি লাগে
দুবাই লটারি কিনতে কি কি লাগে এটা জানার আগ্রহ অনেকেরই অনেক বেশি।লটারি কিনতে কি
কি লাগে তা আপনাদের সাথে শেয়ার করা হলো।
- আপনার একটি পাসপোর্ট প্রয়োজন।
- একটি সক্রিয় জিমেইল একাউন্ট
- আপনার এন আই ডি কার্ড প্রয়োজন
- ওই দেশের একটি নাম্বার প্রয়োজন
- আপনি যেখানে কাজ করেন তার একটি চুক্তি পত্র
আপনি যদি ওই দেশের বিমানবন্দরে গিয়ে লটারি ক্রয় করতে চান তাহলে আপনার অবশ্যই
এসব প্রয়োজন হবে। এছাড়াও আপনি অনলাইনের মাধ্যমে দুবাই লটারি ক্রয় করতে পারেন।
অনলাইনে ক্রয় করার ক্ষেত্রে আপনার নিম্নলিখিত তথ্যাবলী প্রয়োজন হবে।
প্রথমেই আপনাকে বিগ টিকিট ও দুবাই ডিউটি ফ্রি এই ওয়েবসাইটে প্রবেশ করতে
হবে।
- একটি অ্যাাকাউন্ট খুলতে হবে।
- অ্যাাকাউন্টে প্রোফাইল সেটাপ দিতে হবে।
- যে সব তথ্য চাইবে তা সঠিকভাবে পুরন করতে হবে।
- এরপর মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকলে তার সাথে লিংক করতে হবে।
সবগুলো তথ্য পুরন করার মাধ্যমে আপনি খুব সহজেই লটারি ক্রয় করতে পারবেন।
দুবাই লটারির ফলাফল জানার নিয়ম
দুবাই লটারি কিভাবে কিনব এটা নিয়ে যেমন প্রশ্ন থাকে তেমন লটারি ক্রয় করে থাকলে
তার ফলাফল জানা আপনার অবশ্যই দরকার। লটারি ক্রয় করার সময় সেখানে অনেক রকম
নীতিমালা দেওয়া থাকে। এই নীতিমালা গুলোর মধ্যে বিস্তারিত সবকিছু দেওয়া রয়েছে।
কবে কখন কিভাবে এই ফলাফল প্রকাশ করা হবে তা সম্পর্কে সবকিছু এখানে দেওয়া
থাকবে। আর সেই টিকিটই উল্লেখ করা থাকে কবে ফলাফল প্রকাশ করা হবে।
এই লটারিতে যারা বিজয়ী হবে তাদেরকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের নাম ঘোষণা করে
তাদের জিমেইল এ সেটা জানিয়ে দেওয়া হবে।প্রতি মাসের শেষে লটারির ফলাফল জানানো হয়ে
থাকে। এছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। তাছাড়া আপনি
যেখান থেকে টিকিট ক্রয় করবেন সেই সংস্থা থেকে লোক আপনার সাথে যোগাযোগ করবে। আশা
করি এবার বুঝতে পেরেছেন আপনি লটারি ফলাফল কিভাবে জানতে পারবেন।
লটারি খেলা ইসলামে হালাল নাকি হারাম
লটারি খেলা ইসলামী হালাল নাকি হারাম এটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের প্রশ্ন
থাকে। লটারি খেলার পুরস্কার অল্প হলেও প্রচুর পরিমাণে লোক লটারিতে অংশগ্রহণ করে
থাকে। প্রতিটি মানুষই লটারি ক্রয় করার সময় চিন্তা করে যেন সে লটারিতে বিজয়ী
হতে পারে। কারণ আপনার মত অনেকেই লটারিতে বিজয়ী হওয়ার চেষ্টা করে লটারিতে
অংশগ্রহণ করে।
লটারিতে যারা বিজয়ী হয় তারা আনন্দিত হয় এবং যারা বিজয়ী হতে পারেনা তারা কষ্ট
পায়। এখানে সবাই টাকা দিয়ে লটারিতে অংশগ্রহণ করে কিন্তু সবাই পুরস্কার
পায় না। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে লটারি খেলা ইসলামে হালাল নাকি হারাম। তাই
অবশ্যই লটারি খেলার পূর্বে আপনাকে হালাল-হারাম বিষয়ে জ্ঞান রাখতে হবে। এছাড়াও
আপনি ভালোভাবে জানতে চাইলে অবশ্যই একজন ইসলামিক স্কলারের পরামর্শ গ্রহণ করুন।
লটারির প্রতারণা থেকে সতর্ক থাকা উপায়
দুবাই লটারি একটি জনপ্রিয় গেম হয় অনেকে এর প্রতি অনেক বেশি আকর্ষণ প্রকাশ করেন
এবং অনেকেই বিভিন্ন মাধ্যম থেকে প্রতারণার শিকার হয়। কিছু অসাধু ব্যবসায়ী ভুয়া
লটারি বিক্রি করে মানুষকে প্রতারিত করে। তাই বিভিন্ন ধরনের প্রতারণা হাত
থেকে রক্ষা পেতে গেলে আপনাকে অবশ্যই নিবন্ধিত ওয়েবসাইটের মাধ্যমে লটারি ক্রয়
করতে হবে।
অবশ্যই লটারি ক্রয় করার পূর্বে সর্তকতার সাথে ক্রয় করবেন। যেমন বিগ টিকিট
ও দুবাই ডিউটি ফ্রি ওয়েবসাইট থেকে লটারি ক্রয় করতে পারেন। কখনো কোন অবৈধ ও
সন্দেহজনক ওয়েবসাইট থেকে লটারি ক্রয় করবেন না। আপনি যদি অনলাইনে
টিকিট ক্রয় করতে চান তাহলে প্রথমেই আপনার ওয়েবসাইটে নিরাপত্তা নিশ্চিত করুন।
টিকিট ক্রয় করার সময় অবশ্যই আপনার ব্যক্তিগত তথ্য দিন।
দুবাই লটারির পুরস্কার কিভাবে দেয়
উপরোক্ত আর্টিকেল এর মাধ্যমে জেনেছি কিভাবে দুবাই লটারি ক্রয় করা যায় এবং দুবাই
লটারি কেনার সহজ উপায় সম্পর্কে। অনেকের প্রশ্ন থাকে যে দুবাই লটারি কেনার পরে
পুরস্কার জয় করার পরেও কিভাবে এই পুরস্কার গ্রহণ করা হবে। আপনি যদি পুরস্কার
দিতে থাকেন তাহলে আপনি ব্যতীত অন্য কারো হাতে পুরস্কার প্রদান করা হবে না। আর
পুরস্কার ভেরিফাই করার জন্য আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুন ঃ বিকাশ পিন পরিবর্তন করার সহজ নিয়ম
পুরস্কার গ্রহণের সময় অবশ্যই আপনার হাতে লটারি থাকতে হবে এবং লটারি ক্রয়ের সময়
যাবতীয় যেসব তথ্যাবলী আপনি দিয়েছেন সেসব আপনাকে আবার দিতে হবে। আপনার মোবাইলে
একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে এবং আপনার জিমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে।
সম্পূর্ণ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তারা যাচাই করে আপনাকে পুরস্কার প্রদান
করবেন।
উপসংহার ঃ দুবাই লটারি কিভাবে কিনব
দুবাই লটারি কিভাবে কিনব এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা
হয়েছে উপরোক্ত আর্টিকেলের মাধ্যমে। আশা করি দুবাই লটারি সম্পর্কে যাবতীয়
প্রশ্ন উত্তর আপনারা এখানে পেয়ে গেছেন। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে দুবাই
লটারি ক্রয় করলেই যে আপনি সবসময় পুরস্কার পাবেন এমন কোন বিষয় না। তাই লটারি
ক্রয় করার পূর্বে এসব বিষয় নিয়ে অবশ্যই আপনার চিন্তা করা উচিত।
তাই লোভে পড়ে দুবাই লটারি ক্রয় করা এটি একটি বোকামির মতো কাজ হতে পারে কারণ
আপনার মত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসব লটারি ক্রয় করে থাকে কিন্তু
পুরস্কার জেতে ২-৩ জন ব্যক্তি। তাই সবশেষ আপনাদের বলতে চাই অতিরিক্ত লোভে পড়ে
দুবাই লটারি ক্রয় করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট না করে সেই
টাকা আপনি অন্য কাজে ব্যবহার করতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url