নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত জেনে নিন
নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত তা আজ আপনাদের এই আর্টিকেলের মাধ্যমে বিস্তারিত
জানানোর চেষ্টা করব। আপনি যদি একজন নওগাঁ জেলার নাগরিক হয়ে থাকেন তাহলে
অবশ্যই আপনাকে নওগাঁ জেলা সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন।
মূলত নওগাঁ জেলাটি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। এই জেলার অধিকাংশ
মানুষ কৃষি কাজের সাথে জড়িত। এই আর্টিকেলের মাধ্যমে আমরা আজ আপনাদের নওগাঁ জেলার
বিখ্যাত খাবার, দর্শনীয় স্থান সহ যাবতীয় তথ্য প্রদান করব। চলুন তাহলে বিস্তারিত
জেনে নেওয়া যাক।
সূচিপত্রঃ নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত
নওগাঁ জেলা কেন বিখ্যাত
নওগাঁ নামের অর্থ নতুন গ্রাম। আত্রাই নদীর তীর ঘেঁষে যে অববাহিকা
গড়ে উঠেছিল তার নাম নওগাঁ। নওগাঁতে অনেক ছোট ছোট নদী এবং খাল বিল রয়েছে।
এই জেলায় বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। এদের মধ্যে সাঁওতাল,
পাহাড়িয়া এবং কুর্মি অন্যতম। এ অঞ্চল নদীর তীর ঘেঁষে হওয়ায়
এখানকার লোকজন কৃষি নির্ভরশীল।
আরো পড়ুনঃ কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ২০২৫
নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত আপনি কি জানেন?এখানে মূলত বৌদ্ধ ধর্মের আদি নিবাস ছিল। নওগাঁ জেলার অন্তর্গত পাহাড়পুর
বৌদ্ধবিহার তারই এক অন্যতম নিদর্শন। নওগাঁ কে জেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার
পূর্বে এটি রাজশাহীর একটি মহকুমা ছিল। নওগাঁ জেলায় ঐতিহাসিক পাহাড়পুর
বৌদ্ধবিহার, কুসুম্বা মসজিদ, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি রয়েছে। এছাড়াও নওগাঁ
জেলা ধান চাষের জন্য অন্যতম এবং চাউল-কলের জন্য বিখ্যাত। বর্তমানে নওগাঁয় প্রচুর
পরিমাণে আম উৎপাদন হয়ে থাকে।
নওগাঁ জেলার ইতিহাস
নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী বিভাগের অন্তর্গত একটি
জেলা। আয়তনের দিক থেকে রাজশাহী বিভাগের অন্যতম বড় একটি জেলা। নওগাঁ জেলার
তিনটি উপজেলার সাথে ভারতীয় সংযোগ রয়েছে। নওগাঁ জেলার আয়তন ৩৪০৫ বর্গ
কিলোমিটার।
নওগাঁ জেলার পশ্চিম দিকে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ যা ভারতের মালদহ জেলার
অন্তর্গত এবং পূর্ব দিকে রয়েছে জয়পুরহাট এবং বগুড়া জেলা আর এ দক্ষিণ
এ রয়েছে রাজশাহী এবং নাটোর জেলা। নওগাঁ জেলার উপর দিয়ে বেশ কয়েকটি ছোট ছোট নদী
প্রবাহিত হয়েছে তাদের মধ্যে আত্রাই এবং যমুনা অন্যতম।
নওগাঁ জেলার দর্শনীয় স্থান
নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত এটি জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।নওগাঁ জেলায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। সেসবের মধ্যে অন্যতম হলো
ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার, কুসুম্বা মসজিদ অন্যতম। নিচে নওগাঁ
জেলা বিখ্যাত কিছু দর্শনের স্থানের নাম উল্লেখ করা হলো-
পাহাড়পুর বৌদ্ধবিহারঃ ঐতিহাসিক নিদর্শন। এটি নওগাঁ জেলা থেকে ৩২
কিলোমিটার দূরে বদলগাছি উপজেলার অন্তর্গত একটি স্থান। এটি সোমপুর বিহার ও
মহা বিহার নামেও পরিচিত। বৌদ্ধ ধর্মের পাল বংশের দ্বিতীয় রাজা রাজা ধর্মপাল এটি
স্থাপন করেন। এটি ইউনেস্কোর স্বীকৃতপ্রাপ্ত ঐতিহাসিক একটি নিদর্শন।
রবীন্দ্রনাথের কুঠিবাড়িঃ নওগাঁ সদর থেকে মাত্র ৩৬ কিলোমিটার দূরে
আত্রাই উপজেলায় এটি অবস্থিত। প্রতিবছর হাজার হাজার দর্শনার্থী এখানে ভিড় জমায়।
রবীন্দ্রনাথের কুঠিবাড়িটি মূলত 10 একর জায়গা নিয়ে গঠিত।
কুসুম্বা মসজিদঃ এটি নওগাঁ জেলার অন্তর্গত মান্দা উপজেলায় অবস্থিত।
নওগাঁ জেলা থেকে মাত্র 36 কিলোমিটার দূরে এই কুসুম্বা মসজিদ অবস্থিত। বর্তমানে ৫
টাকার নোটে যে মসজিদের ছবিটি আছে সেটি মূলত কুসুম্বা মসজিদের ছবি।
জবাই বিলঃ নওগাঁ জেলা থেকে মাত্র ৬২ কিলোমিটার দূরে সাপাহার উপজেলায় অবস্থিত এই বিল। প্রতিবছর বর্ষায় এই বিল পানিতে ভরলে হাজার হাজার
দর্শনার্থী ভিড় জমায়ে এটি দেখার জন্য।
আরো পড়ুনঃ মুখের ভেতরের ঘা দূর করার কার্যকরী উপায়
বলিহার রাজবাড়ীঃ নওগাঁ সদর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই
রাজবাড়ী অবস্থিত। এটি নওগাঁ জেলার অন্তর্গত একটি দর্শনীয় স্থান।
শালবন জাতীয় উদ্যানঃ নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার অন্তর্গত
শালবন জাতীয় উদ্যান। ২০১২ সালে শালবনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়।
নওগাঁ এবং তার আশেপাশে অসংখ্য ছোট বড় জায়গা রয়েছে যেমন-১০৮ কক্ষ
বিশিষ্ট মাটির ঘর, জগদ্দল মহাবিহার, দীব্যক জয় স্তম্ভ, আলতা দিঘী, দেবর দীঘি সহ
অনেক ছোট বড় জায়গা রয়েছেসকলকে মুগ্ধ ও আকৃষ্ট করে। আপনি চাইলে এসব জায়গা থেকে
ঘুরে আসতে পারেন যা আপনাকে এক প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া দিবে।
নওগাঁ জেলার বিখ্যাত খাবার
প্যারা সন্দেশঃ অতিথি আপ্যায়নে আমরা যেমন মিষ্টি ব্যবহার করি সেই মিষ্টি
বা প্যারা সন্দেশ নওগাঁর বিখ্যাত। নওগাঁ প্রায় সব মিষ্টির দোকানেই এটি
পাওয়া যায়। আপনি নওগাঁ আসলে অবশ্যই এ প্যারা সন্দেশ খেতে ভুলবেন না।
বিরিয়ানিঃ নওগাঁ বিরিয়ানি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে সেরা। বিভিন্ন
জায়গা থেকে মানুষ এই বিরিয়ানি খাওয়ার জন্য এখানে ছুটে আসে। যদি কখনো নওগাঁ
আসেন তাহলে এই বিরিয়ানি আপনি মিস করবেন না।
আলু ঘাটিঃ নওগাঁ বা উত্তরবঙ্গের একটি বিখ্যাত খাবার হচ্ছে আলুঘাটি।
এই আলু ঘাঁটি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসে। বিশেষ
করে কোন মজলিস বা কোন দাওয়াত বা যে কোন রকমের অনুষ্ঠানে এই আলু ঘাটি পরিবেশন করা
হয় যা খেতে অত্যন্ত মজাদার।
আলুর চপঃ আলুর চপ বাঙ্গালীদের একটি অত্যন্ত পছন্দের খাবার। এর শুধু
বাংলাদেশে না এটি ভারত বর্ষে অত্যন্ত জনপ্রিয়। আপনি নওগাঁতে আসলে অবশ্যই নওগার
আলুর চপ খেতে ভুলবেন না যার স্বাদ আপনার মুখে লেগে থাকার মত।
এছাড়াও শিক কাবাব, দই বিখ্যাত। এর পাশাপাশি নওগাঁর আম অত্যন্ত
সুস্বাদু এবং মজাদার। বর্তমানে বাংলাদেশে এক নাম্বার স্থান দখল করে নিয়েছে এই
আম। চাল উৎপাদনে নওগাঁ সেরা।
নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তি
মোহাম্মদ বায়তুল্লাহঃ তিনি বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম এবং সাবেক
ডেপুটি স্পিকার।
এনামুল হকঃ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলেন এনামুল হক। ফুটবল খেলায় তার
অবদান অসামান্য।
আক্তার হামিদ সিদ্দিকীঃ তিনি সাবেক ডেপুটি স্পিকার ।
মোজাফফর রহমানঃ তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের গভর্নর উপদেষ্টা
ছিলেন।
শহিদুজ্জামান সরকারঃ তিনি জাতীয় সংসদের সাবেক হুইপ এবং সংসদ বিষয়ক
মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সাবেক সভাপতি ছিলেন।
নওগাঁ জেলার কয়টি উপজেলা রয়েছে
রাজশাহী বিভাগের অন্তর্গত নওগাঁ জেলায় মোট 11 টি উপজেলা রয়েছে। যেমন-
- নওগাঁ সদর
- আত্রাই
- মহাদেবপুর
- বদলগাছি
- পত্নীতলা
- ধামুরহাট
- মান্দা
- নিয়ামতপুর
- পোরশা
- সাপাহার
- রানীনগর
শেষ কথাঃ নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত
নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত আশাকরি এই আর্টিকেলের মাধ্যমে আপনারা
বিস্তারিত জানতে পেরেছেন। বাংলাদেশে মোট ৬৪ টি জেলা রয়েছে। সৌন্দর্য এবং
অবস্থানের দিক থেকে কোন জেলা বেশি এগিয়ে আবার কোন জেলা একটু পিছিয়ে।
নওগাঁ জেলার দর্শনীয় স্থান থেকে শুরু করে বিস্তারিত সবকিছু এই আর্টিকেলের
মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আশা করি এটি আপনাদের অনেক উপকারে আসবে।আর্টিকেলটি
ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের
সাথেই থাকুন। কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url