তেলাপোকা থেকে রক্ষা পেতে ১০ টি উপায়
তেলাপোকা থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে আমরা অনেকেই জানতে চাই এবং তেলাপোকার
হাত থেকে রক্ষা পেতে আমরা অনেক সময় অনেক কিছুই করে থাকি কিন্তু সঠিক ফলাফল পাই
না। তেলাপোকার যন্ত্রণায় আমরা যেমন অতিষ্ঠ তেমনি এটি নানা রকম রোগ সৃষ্টি
করতে পারে।
তেলাপোকা একটি নিরীহ গোছের প্রাণী হলেও এটি অনেক ক্ষতিকর। এটি নানা রকম ময়লা এবং
আবর্জনায় বসবাস করে ফলে এটি নানারকম রোগ জীবাণু সৃষ্টি করে। যার ফলে আমাদের
মারাত্মক অসুখ সৃষ্টি হয়।
ভূমিকা ঃ তেলাপোকা থেকে রক্ষা পাওয়ার উপায়
- তেলাপোকা থেকে রক্ষা পাওয়ার উপায়
- তেলাপোকার উপদ্রব হওয়ার কারণ কি?
- তেলাপোকা মারার ঔষধের নাম
- তেলাপোকা দূর করার সেরা 10 টি উপায়
- রান্নাঘর থেকে তেলাপোকা দূর করার উপায়
- আলমারি থেকে তেলাপোকা দূর করার উপায়
- চায়না তেলাপোকা দূর করার উপায়
- সাদা তেলাপোকা দূর করার উপায়
- তেলাপোকা মারার স্প্রে
- উপসংহার ঃ তেলাপোকা থেকে রক্ষা পাওয়ার উপায়
তেলাপোকা থেকে রক্ষা পাওয়ার উপায়
তেলাপোকা থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানলে আমরাও ঘরোয়াভাবে
কিছু পদ্ধতি অবলম্বন করে তেলাপোকার হাত থেকে মুক্তি পেতে পারি। ঘরবাড়ি যত
পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক না কেন তার পরেও দেখা যায় ছোট ছোট এক ধরনের তেলো
পোকা যেখানে সেখানে ঘুরে বেড়ায়। বিশেষ করে রান্নাঘর এর চিপায় চাপায়, আলমারি
এমনকি বাথরুমে পর্যন্ত এসব তেলাপোকা ঘুরে বেড়ায়। এরা বিভিন্ন রকম রোগ
জীবাণু ও অসুখের সৃষ্টি করে।
তেলাপোকা বিভিন্ন রোগের বাহক হিসেবে কাজ করে তাই যত দ্রুত সম্ভব এটিকে নির্মূল
করা উচিত। তেলাপোকা নির্মূল করার জন্য বিভিন্ন ঔষধ, স্প্রে এবং বিভিন্ন পাউডার
ব্যবহার করা হয়। কিন্তু অনেক সময় এসব ওষুধ সব জায়গায় কিনতে পাওয়া যায় না
আবার সঠিক কাজও হয় না।তাই অনেক সময় ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করে তেলাপোকার
হাত থেকে রক্ষা পাওয়া যায়।
তেলাপোকার উপদ্রব হওয়ার কারণ কি?
আমাদের বাসা বাড়িতে অনেক কারণে তেলাপোকার উপদ্রব দেখা দেয়। তেলাপোকা খাদ্য,
পানি এবং তাদের আশ্রয়ের জন্য আমাদের বাড়িতে এসব জায়গায় ঘুরে বেড়ায় থাকে।
তেলাপোকার উপদ্রব বেশি হওয়ার কয়েকটি কারণ হলো-
আশ্রয় ঃ তেলাপোকা তার আশ্রয়ের জন্য আমাদের বাড়িতে বিভিন্ন
জায়গায় আনাচে-কানাচে লুকিয়ে থাকে। এরা বিশেষ করে অন্ধকার ও স্যাঁতসাতে
জায়গায় থাকতে পছন্দ করে। তাই এরা আমাদের রান্নাঘর, বাথরুম, বেসিন, আলমারি এইসব
জায়গার আনাচে-কানাচে লুকায়।
খাদ্য ঃ তেলাপোকা মূলত খাবারের সন্ধানে আমাদের ঘরে আসে।
রান্নাঘরে পড়ে থাকা পানি এবং বেসিনের কোনায় অবশিষ্ট পানিতে তারা থাকতে পছন্দ
করে কারণ এখান থেকে তারা তাদের খাবার ও পানি সংগ্রহ করে।
আবহাওয়া ঃ এরা মূলত অন্ধকার ও স্যাঁতসাতে জায়গায় থাকে।
বাইরের গরম আবহাওয়া ও পরিবেশের সাথে এরা থাকতে পারে না তাই এরা ঘরোয়া পরিবেশে
এবং অন্ধকারে লুকিয়ে থাকতে পছন্দ করে।
নোংরা পরিবেশ ঃ তেলাপোকা মূলত নোংরা পরিবেশে থাকে কারণ তারা
সেখান থেকে তাদের খাবার সংগ্রহ করে। আমাদের বাসা বাড়ির নষ্ট হওয়া ও ফেলে দেওয়া
খাবার, খাবারের প্যাকেট এসবের মাধ্যমে তারা তাদের খাবার যোগাড় করে।
তেলাপোকা মারার ওষুধের নাম
তেলাপোকা মারার অনেক ঔষধ বাজারে পাওয়া যায়। কিন্তু তেলাপোকা মারার ওষুধে এমন
কিছু রাসায়নিক উপাদান রয়েছে যা মানুষের প্রাণনাশপর্যন্ত করতে পারে। তাই বাড়িতে
ছোট বাচ্চা থাকলে এসব ঔষধ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তেলাপোকা
মারার কয়েক রকম ঔষধ পাওয়া যায় কিছু স্প্রে হিসেবে কিছু চক পাউডার
আবার কিছু লিকুইড হিসেবে ব্যবহার করা হয়। যেমন-
তেলাপোকা মারার স্প্রে ঃ বিভিন্ন কোম্পানি তেলাপোকা মারার
জন্য স্প্রে বের করে থাকে। এই স্প্রে গুলো অনেক কার্যকরী হয়। আপনি চাইলে রাতে
ঘুমাতে যাওয়ার পূর্বে রান্নাঘর বা যেসব জায়গায় তেলাপোতার উপযুক্ত বেশি রয়েছে
সেসব জায়গায় স্প্রে করে দিতে পারেন।
তেলাপোকা মারার বিষ ঃ বিভিন্ন কোম্পানির বিষ পাওয়া যায়। যে সব
বিষ তেলাপোকা ধ্বংস করতে সাহায্য করে। বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে অথবা
আলাদাভাবে এই বিষগুলো ঘরের কোনায় রেখে দিলে তা তেলাপোকা দূর করতে সাহায্য করে।
তবে এসব ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে নইলে
ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তেলাপোকা মারার চক ঃ বাজারে বিভিন্ন ধরনের চক পাওয়া যায় কিছু
কিছু চক রয়েছে যা খুবই ভালো কাজ করে কেন পোকা দমন করতে। এই
চকগুলো দিয়ে দাগিয়ে রাখলে তেলাপোকা ধ্বংস হয়ে যায়।
এছাড়াও বাজারে আরও বিভিন্ন ধরনের লিকুইড ঔষধ পাওয়া যায় যেগুলো দিয়ে তেলাপোকা
দূর করা সম্ভব।
তেলাপোকা দূর করার সেরা 10 টি উপায়
বাজারে বিভিন্ন রকমের ঔষধ পাওয়া যায় যা তেলাপোকা দূর করতে সাহায্য করে। তবে
আমরা অনেকেই হয়তো জানি না আমাদের হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে ঘরোয়া ভাবে
তেলাপোকা দূর করা সম্ভব। এরকম ঘরোয়া কয়েকটি উপায় আপনাদের সাথে তুলে ধরছি-
বেকিং সোডা এবং চিনি ঃ বেকিং সোডা এবং চিনি মিশিয়ে যেসব
জায়গায় তেলাপোকা উপদ্রব বেশি সেসব জায়গায় কোন কাগজের উপর বা বাটিতে করে রেখে
দিন। তেলাপোকা খেলে দ্রুত সেটি মারা যাবে।
নিম পাতা ঃ নিম পাতার অনেক গুণাগুণ রয়েছে আমরা জানি। কিন্তু এই
নিমপাতা তেলাপোতা দূর করতে দেশ কার্যকরী। নিম পাতা রান্না ঘরের আনাচে-কানাচে
ছড়িয়ে ছিটিয়ে দিন আর কয়েকদিন পরে সে নিম পাতাগুলোকে তুলে ফেলে দিন। এতে
তেলাপোকা দ্রুত নির্মূল হবে আবার নিম পাতার সাথে তেল মিশিয়ে সেটি আগুনে তাপ
দিলে স্প্রে হিসেবে কাজ করে যা তেলাপোকা দূর করতে সাহায্য করে।
তেজপাতা ঃ তেলাপোকা দূর করতে সাহায্য করে তেজপাতা। তেজপাতার
তীব্র গন্ধ আরশোলার সহ্য করতে পারে না। তাই তেজপাতা গুরা করে বিভিন্ন
জায়গায় সরিয়ে দিতে পারেন এতে করে আরশোলা দূর হয়ে যাবে।
বোরিক পাউডার ঃ বরিক পাউডার পোকামাকড়ের জ্বালা
যন্ত্রণা দূর করতে সাহায্য করে কারণ এতে রয়েছে একপ্রকার এসিটিক উপাদান। এই
পাউডার তেলাপোকা দূর করতে বেশ কার্যকরী। বোরিক পাউডার, কোকো পাউডার এবং
ময়দায় একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে ঘরের সব কোনায় ছড়িয়ে দিয়ে রাখুন।
সপ্তাহে তিন থেকে চার দিন এভাবে দিতে থাকুন দেখবেন তেলাপোকা নির্মূল হয়ে
গেছে।
গোলমরিচ পেঁয়াজ রসুনের মিশ্রণ ঃ গোলমরিচ পেঁয়াজ ও রসুন
একসাথে মিশিয়ে এটি স্প্রে করে দিন। যেসব জায়গায় তেলাপোকার উপদ্রব বেশি
সেসব জায়গায় স্প্রে করুন খুব দ্রুত তেলাপোকা থেকে মুক্তি পাবেন।
অ্যামোনিয়া ঃ অ্যামোনিয়ার সাথে পানি মিশিয়ে স্প্রে করুন।
আবার এক বালতি পানিতে অ্যামোনিয়া মিশিয়ে সেটি দিয়ে রান্নাঘর পরিষ্কার করুন। এই
অ্যাামোনিয়ার গন্ধে তেলাপোকা দূর হয়ে যাবে।
এছাড়াও ন্যাপথলিন, ভিনেগার, পিপারমিন্ট তেল, গোলমরিচের গুঁড়া তেলাপোকা দূর
করতে সাহায্য করে। ঘরোয়া টোটকা হিসেবে আপনি এসব ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই
এসব ব্যবহারের পাশাপাশি রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। কারণ
তেলাপোকা নোংরা এবং স্যাতসাতে জায়গায় বংশ বিস্তার করে।
রান্নাঘর থেকে তেলাপোতা দূর করার উপায়
আমাদের বাড়ির রান্নাঘরে তেলাপোকার উপদ্রব সবচেয়ে বেশি দেখা যায়। যাওয়া খুবই
বিরক্তিকর, অস্বস্তি কর এবং আমাদের জন্য অনেক ক্ষতিকর। তেলাপোকা বিভিন্ন রোগ
সৃষ্টি করতে সাহায্য করে এবং তেলাপোকার কারণে আমাদের বিভিন্ন অসুখ দেখা দেয়।
বিশেষ করে রান্নাঘরের তেলাপোকা খুব বেশি মারাত্মক কারণ এটি বিভিন্ন
খাবারের পাশাপাশি রান্নার আসবাবপত্র এসব জিনিসের উপর চলাফেরা করে।
আমরা রান্নাঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। বাসি খাবার, ময়লা আবর্জনা
এসব রান্না ঘরে রাখবো না কারণ এসব থাকলে তারা প্রকাশ এখানে বংশবিস্তার করে এবং
সেখান থেকে খাবার সংগ্রহ করে। বিশেষ করে যে জায়গাগুলোতে পানির কাজ হয় যেমন
যেখানে থালা-বাসন পরিষ্কার করা হয়, রান্নার চুলার আশেপাশে, এবং যেসব জায়গা বদ্ধ
থাকবে সে সব জায়গা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। প্রয়োজনে রান্নাঘরের কাজ
শেষে সেখানে ঔষধ ব্যবহার করবো।
আলমারি থেকে তেলাপোকা দূর করার উপায়
আমরা যারা বাসা বাড়িতে আলমারি ব্যবহার করি তারা প্রায় খেয়াল করলে দেখতে পাবো
আলমারির ভেতরের যে কোন চিপায় চাপায় তেলাপোকা বসবাস করে। তাই কাপড় রাখার সময়
ভালোভাবে পরিষ্কার করে কাপড় গুছিয়ে রাখবো। কাপড়ের মাঝে ন্যাপথলিন ব্যবহার করব
যাতে তেলাপোকা সহ বিভিন্ন পোকামাকড় বাসা বাঁধতে না পারে।
আরো পড়ুন ঃ অল্প বয়সে মাথার চুল পাকার কারণ ও তার প্রতিকার
এছাড়াও আমরা মাঝেমধ্যে আলমারির কাপড় বের করে রোদ্রে দিব এতে করে তেলাপোকা সহ
অন্যান্য পোকামাকড়ের রোগ জীবাণু এবং ডিম নষ্ট হয়ে যাবে। আবার চাইলে আলমারি
পরিষ্কার করে সেখানে চমক দিয়ে দাগিয়ে দিতে পারি যাতে করে তেলাপোকা না হতে পারে।
এছাড়াও তেজপাতা, নিমপাতা এবং বেকিং সোডা ব্যবহার করতে পারি। কাপড়ের ভাঁজে ভাঁজে
তেজপাতা ও নিমপাতা দিয়ে রাখলে তেলাপোকা সেখানে আশ্রয় নিতে পারে না।
চায়না তেলাপোকা দূর করার উপায়
চায়না তেলাপোকা খুব ছোট ছোট হয়ে থাকে এবং এগুলো খুবই দ্রুত বংশবিস্তার করে এবং
রান্নাঘর থেকে বাথরুম সমস্ত জায়গায় এরা বিচরণ করে। এই তেলাপোকা গুলো খুবই
বিরক্তিকর এবং অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। চায়না তেলাপোকা থেকে মুক্তি পেতে
গেলে কিছু ঔষধ ব্যবহার করতে পারেন যা খুবই কার্যকরী। যেসব জায়গায় এই তেলাপোকা
গুলো দেখা যায় সেসব জায়গায় পাউডার বা বিষ ছিটিয়ে দিলে চায়না তেলাপোকা গুলো
মারা যায়।
সাদা তেলাপোকা দূর করার উপায়
সাদা তেলাপোকা মারার বিষ বাজারে কিনতে পাওয়া যায়। বাজার থেকে কিনে এনে সেই বিষ
যেসব জায়গায় তেলাপোকার উপযুক্ত বেশি সেসব জায়গায় ছিটিয়ে দিন। খুব সহজেই এই
তেলাপোকা গুলো মারা যাবে। তবে তেলাপোকা খুব দ্রুত বংশবিস্তার করে যার ফলে এগুলো
মারা যাওয়ার পরেও পুরোপুরি নির্মূল হয় না তাই আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে
এবং মাঝে মাঝে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তেলাপোকা মারার স্প্রে
তেলাপোকা থেকে রক্ষা পাওয়ার উপায় হল নিয়মিত স্প্রে ব্যবহার করা। বাজারে
বিভিন্ন ধরনের স্প্রে কিনতে পাওয়া যায় যা নিয়মিত ব্যবহার
করলে তেলাপোকা থেকে মুক্তি পাওয়া সম্ভব। বাজার থেকে ভালো কোন অ্যারোসোল বা
স্প্রে কিনে নিয়ে আসুন প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে স্প্রে দিয়ে ঘুমান এতে
সকালের মধ্যেই দেখবেন তেলাপোকা ধ্বংস হয়ে গেছে।
আরো পড়ুন ঃ সকালে খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা
তবে কিছুদিন পর পর এটি ব্যবহার করুন কারণ অনেক ছোট ছোট তেলাপোকা যেখানে সেখানে
ছড়িয়ে ছিটিয়ে থাকে যা আপনি দেখতে বা বুঝতে পারবেন না। নিয়মিত স্প্রে ব্যবহার
করলে তেলাপোকা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তবে স্প্রে ব্যবহারের ক্ষেত্রে
অবশ্যই সতর্ক থাকুন কারণে তে রাসায়নিক উপাদান রয়েছে যা আমাদের স্বাস্থ্য ঝুঁকি
পর্যন্ত হতে পারে।
শেষ কথা ঃ তেলাপোকা থেকে রক্ষা পাওয়ার উপায়
তেলাপোকা থেকে রক্ষা পাওয়ার উপায় অবলম্বন করে আমরা এর অত্যাচার থেকে দূরে
থাকতে পারে যা আমাদের শারীরিক অসুস্থতার সৃষ্টি করে। তেলাপোকা থেকে রক্ষা পাওয়ার
উপায় সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করেছি আপনি চাইলে বিভিন্ন ঔষধের
মাধ্যমে আবার চাইলে বিভিন্ন ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে তেলাপোকা থেকে মুক্তি পেতে
পারেন।
তবে আপনি যে পদ্ধতি গ্রহণ করুন না কেন ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত
জরুরী। শুধু তেলাপোকা না বিভিন্ন পোকামাকড় ও রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পেতে
আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম আরো নতুন
নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url