মুখের তিল দূর করার ঘরোয়া কার্যকরী ১০ টি উপায়

মুখের তিল দূর করার উপায় সম্পর্কে আমাদের আমাদের জানতে হবে কারণ অতিরিক্ত তিন মুখের সৌন্দর্য নষ্ট করে ফেলে। আবার অনেকের জন্যই এটি একটি সমস্যা হিসেবে বিবেচিত। আর এই কারণে অনেকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকেন।
মুখের-তিল-দূর-করার-উপায়
তবে চিন্তার কোন কারণ নেই কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আপনিও এই তিল থেকে মুক্তি পেতে পারেন। এই আর্টিকেলে তিল দূর করার উপায় এবং তৈরি হওয়ার কারণ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব।

সূচিপত্র ঃ মুখের তিল দূর করার উপায়

মুখের তিল দূর করার উপায়

প্রত্যেকের শরীরে তিল দেখা যায়। কিন্তু অতিরিক্ত তিল হলে আমরা খুব অস্বস্তি বোধ করি এবং ত্বকের একপ্রকার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই এটি নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি। তবে আপনি চাইলে ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করে এই তিন থেকে মুক্তি পেতে পারেন। তিন থেকে মুক্তি পেতে নিম্নলিখিত কাজগুলো করতে পারেন।
রসুন ঃ রসুন স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি এটি প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে। এতে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান। তিলে নিয়মিত রসুনের রস ব্যবহার করলে দূর হয়ে যাবে।

আলু ঃ আলু প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ব্যবহৃত হয়। নিয়মিত আলুর রস ব্যবহার করলে ত্বকের তিল দূর করতে সাহায্য করে। এমন কি এটি পুরনো তিল এর রং হালকা করতে কার্যকরী। পাশাপাশি এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বক ভিতর থেকে পরিষ্কার রাখে।

কলার খোসা ঃ কলার খোসাতে প্রচুর পরিমাণে এনজাইম ও এসিড রয়েছে যা তিল দূর করতে সাহায্য করে। এছাড়াও ময়শ্চারাইজার হিসাবে কলার খোসা নিয়মিত ব্যবহার করলে ত্বক পরিষ্কার থাকে।

মধু ঃ মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। ত্বকের জন্য মধু খুব উপকারী। ত্বক নরম ও মসৃণ রাখে। মধুতে রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনক্লুমেটরি উপাদান তাই নিয়মিত মধু ব্যবহার করলে তিল আস্তে আস্তে দূর হয়ে যায়।

লেবুর রস ঃ লেবুর রস ভিটামিন সি সমৃদ্ধ। লেবুর রস ত্বকের জন্য অনেক উপকারী। এটি প্রাকৃতিক ব্লিচের কাজ করে। তবে লেবু ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কারণ তাদের অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে।

ক্যাস্টর অয়েল ঃ ক্যাস্টর অয়েল এবং বেকিং সোডা একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তারপর এটি ত্বকের যেসব জায়গায় তিল রয়েছে সেসব জায়গায় ব্যবহার করুন। দেখবেন খুব দ্রুত এর ফলাফল আপনি পেতে শুরু করেছেন।

আপেল সিডার ভিনেগার ঃ আপেল সিডার ভিনেগারের মালিক এসিড এবং টারটারিক এসিড রয়েছে। আপেল সিডার ভিনেগার তিলের উপর ব্যবহার করলে তিল আস্তে আস্তে দূর হয়ে যায়। সপ্তাহে দুই থেকে তিন দিন আপেল সিডার ভিনেগার তিলের উপর দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিন।

আনারস ঃ মুখের তিল দূর করার উপায় এর মধ্যে আনারসের রস অন্যতম।আনারসের রস ত্বকের জন্য খুব উপকারী। আনারসের সাথে সামুদ্রিক লবণ মিশিয়ে তা তিলের উপর দিয়ে রাখুন। ২০ মিনিটের মত মুখমণ্ডল স্ক্রাব করুন দেখবেন খুব দ্রুত এর ফলাফল আপনি পেতে শুরু করেছেন।তিলের স্তর আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। আনারসের রস ব্যাকটেরিয়া প্রতিরোধ করে।

টক দই ঃ ত্বকের যত্নে টক দই অনেক উপকারী। টক দই শুধু তিল দূর করে না পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে।

এছাড়াও পেঁয়াজের রস তিল দূর করতে ব্যবহৃত হয়। পেঁয়াজের রস তিলের উপর ২০ থেকে ৩০ মিনিটের জন্য রেখে দিন তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করুন এতে খুব দ্রুত তিল উঠে যাওয়া শুরু হবে। নিয়মিত ঘরোয়া পদ্ধতি গুলো অবলম্বন করলে আস্তে আস্তে তিল থেকে মুক্তি পেতে পারেন।

মুখের তিল কি

আমরা সবাই কমবেশি তিলের সাথে পরিচিত। এটি অনেক ছোট ছোট আকারের হয়ে থাকে মাঝে মাঝে বয়সের সাথে সাথে একটু বড় আকার ধারণ করে। তিল সাধারণত কালো, বাদামী এবং লাল রঙের হয়ে থাকে। এটি সাধারণত গোলাকার আকৃতি হয়ে থাকে এবং এটি ত্বকের উপরের স্তরে লক্ষ্য করা যায়। তবে এটি সাধারণত ত্বকের তেমন কোনো ক্ষতি করে না কিন্তু ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয়।

যারা রূপচর্চায় অনেক বেশি সচেতন তারা তাদের ত্বকে তিল রাখতে চায় না। তাই তারা তিল দূর করার বিভিন্ন উপায় খুঁজে বেড়ায় অনেক সময় এটি বংশগত বা জিনগত কারণে হয়ে থাকে। আবার অনেকের বয়স বাড়ার সাথে সাথে ত্বক নষ্ট হয়ে যায় এবং ছোট ছোট তিল দেখা দেয়। সূর্যের আলোতে তিল প্রকোট আকার ধারণ করে। তাই যে সব জায়গায় সূর্যের আলো পড়ে সেসব জায়গায় তিল বেশি লক্ষ্য করা যায়।

মুখে তিল হওয়ার কারণ

শরীরের যে কোন জায়গায় তিল হতে পারে। কিন্তু অতিরিক্ত তিল আমাদের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে দেয়। তাই আমরা এই তিল দূর করার জন্য নানা পদ্ধতি অবলম্বন করে থাকি এমনকি চিকিৎসকের শরণাপন্ন হই। তিল হওয়ার বিভিন্ন কারণ রয়েছে।
  • পারিবারিক বা বংশগত কারণে অনেকে তিল হয়ে থাকে।
  • সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে তিল দেখা দেয় যা পরবর্তীতে আরও বেশি হয়।
  • হরমোন গত পরিবর্তনের কারণে অতিরিক্ত তিল দেখা দেয়।

মুখের ছোট ছোট বাদামী তিল দূর করার উপায়

অনেকের মুখে কালো ছোট ছোট তিল হয়ে থাকে আবার অনেকে বাদামী রঙের তিল হয়ে থাকে। যা সৌন্দর্য নষ্ট করে দেয়। তিল হওয়ার প্রধান কারণ হলো বংশগত ও জীন্গত। এছাড়াও অতিরিক্ত সূর্যের আলোতে তিল হয়ে থাকে। তিল দূর করার জন্য ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন। যেমন-
  • টি-ট্রি অয়েল
  • ক্যাস্টর অয়েল
  • বেকিং সোডা
  • রসুনের রস
  • আলুর রস
ঘরোয়া প্রতিকার এর মধ্যে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করা যেতে পারে। ব্যবহার করে দেখতে পারেন। পাশাপাশি আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। বিভিন্ন মেডিসিন ব্যবহার করতে পারেন তিল অপসারণ এর জন্য। পাশাপাশি ডার্মো সার্জারি করতে পারেন। আর যতদূর সম্ভব রোদের ক্ষতিকর রশ্মি থেকে নিজেকে দূরে রাখুন প্রয়োজনে বাইরে যাওয়ার পূর্বে সানব্লক ব্যবহার করুন। এগুলোতে কাজ না হলে ডার্মাটোলজিস্ট এর সাথে পরামর্শ করে অস্ত্রপাচারের মাধ্যমে তিল অপসারণ বা লেজার চিকিৎসা করা যেতে পারে।

মুখের তিল দূর করার ক্রিম ও সিরাম

বাজারে বিভিন্ন ধরনের ক্রিম ও সিরাম পাওয়া যায় যা কালো তিল ও বিভিন্ন ধরনের তিল অপসারণে কাজ করে। এসব ক্রিমে ও সিরামে ব্লিচিং থাকে যা ফিল হালকা করতে সাহায্য করে। এছাড়াও প্রাকৃতিক উপাদান হিসেবে মধু, কলার খোসা, আনারসের রস এসব তিল দূর করতে সাহায্য করে। পাশাপাশি বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি কোন টিম ও সিরাম ব্যবহার করতে পারেন।
24K gold facial cream ব্যবহার করতে পারেন। এটি তিলের রং হালকা করতে সাহায্য করে। এছাড়াও আরো বিভিন্ন ওষুধ ও সিরাম রয়েছে যা নাইট্রোজেন এবং ব্লিচিং সমৃদ্ধ। এগুলো ব্যবহার করলে তবে দাগ চোখ এবং ছোট ছোট তিল দূর হয়ে যায়। তবে এসব ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন এবং কোন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

কখন একজন ডাক্তারের পরামর্শ নিবেন

মুখের তিল দূর করার উপায় অবলম্বন করে যদি আপনার তিল অপসারণ না হয় এবং এটি যদি আপনার জন্য অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে তাহলে বসে না থেকে চিকিৎসা পরামর্শ গ্রহণ করুন। আপনার ডাক্তার আপনাকে বিভিন্ন রকম ঔষধ ও সিরাম সাজেস্ট করতে পারেন। পাশাপাশি আপনার তিলের উপর ভিত্তি করে লেজার করতে পারেন।

তিল যেহেতু ত্বকের তেমন কোন ক্ষতি করে না কিন্তু এটি সৌন্দর্য নষ্ট করে তাই অনেকেই এটি অপসারণ করতে চান। তারা চিকিৎসবে পরামর্শ গ্রহণ করুন। ডাক্তারের পরামর্শ গ্রহণ করলে এবং যন্ত্রের মাধ্যমে তিল অপসারণ করা যায়। এক্ষেত্রে লেজার রিসারফেসিং,ফ্রাকশনাল লেজার করে তিল দূর করা যায় পাশাপাশি মুখের দাগ ও দূর হয়।

মন্তব্য ঃ মুখের তিল দূর করার উপায়

মুখের তিল দূর করার উপায় সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি আশা করি এটি আপনাদের অনেক উপকারে আসবে। সঠিক পদ্ধতি অবলম্বন করে নিরাপদে এবং সকল ভাবে তিল অপসারণ করা সম্ভব। আপনি তিল অপসারণ করতে চাইলে উল্লেখিত ঘরোয়া পদ্ধতি গুলো অবলম্বন করে দেখতে পারেন।

প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হন বিভিন্ন ঔষধ এবং লেজার ট্রিটমেন্ট এর মাধ্যমে আপনি তীল অপসারণ করতে পারেন। তবে মুখে কোন ক্রিম ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানন। নতুন নতুন আরো তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url